দেশজুড়ে

নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে শিশির

বায়ান্ন প্রতিবেদন

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনপদ নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা। তিন দিন ধরে দেখা মেলেনি সূর্যের। গেলো ২৪ ঘণ্টায় তাপমাত্রা ১.৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে। বৃষ্টির মতো ঝরছে শিশির।

বুধবার (১১ ডিসেম্বর) জেলার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সকালে ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে। কুয়াশা ও হিমেল বাতাসের কারণে খেটে খাওয়া মানুষ ভোগান্তিতে পড়েছেন। রাস্তায় মানুষের চলাচল একদম কম।

বদলগাছী আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, গেলো ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমে ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত শনিবার (০৭ ডিসেম্বর) ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা।

আবহাওয়া পর্যবেক্ষক মিজানুর রহমান জানান, আজ শীত আরও বেড়েছে। ঘন কুয়াশা ও হালকা বাতাস শীতের তীব্রতা বাড়িয়েছে। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার বিকেল ৩টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ১৭ ঘণ্টায় গড় তাপমাত্রা ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা না মেলায় রাতের পাশাপাশি দিনেও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। আকাশে মেঘ কেটে গেলে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

হঠাৎ ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বাড়ায় শহরে মানুষের আনাগোনাও কমেছে। যারা বের হয়েছেন, তারা মোটা ও গরম কাপড় পরে বাইরে যাচ্ছেন।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন নওগাঁ | শিশির | বৃষ্টি