খেলাধুলা

বিবাহবার্ষিকীতে সাকিবকে নিয়ে শিশিরের আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক

ছবি: উম্মে আহমেদ শিশির/ ফেসবুক

সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের পরিচয় থেকে পরিণয় পর্যন্ত গল্পের মতো এক যাত্রা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পরিচয়, ভালো বন্ধু, প্রেম- এরপর বিয়ে। তাদের বিয়ের দিনটি ছিল ২০১২ সালের ডিসেম্বর মাসের ১২ তারিখ।

তারিখের এই ধারা সংখ্যার হিসেবে আলাদাভাবে চোখে পড়ে, যা ১২-১২-১২। সেদিন থেকেই সাকিব ও শিশিরের বিবাহিত জীবনের শুরু হয়।

দুজনের বিয়ের বয়স আজ ১২ বছর পেরিয়ে গেলো। এক যুগের এই লম্বা যাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন শিশির।

ইংরেজিতে লেখা সেই পোস্টের বঙ্গানুবাদ দেয়া হলো, ‘যখন এই লেখা লিখছি ঘড়ির কাটায় রাত ১২ টা ১২ মিনিট। ১২ বছর আগে ১২/১২/১২ তারিখ আমরা নিজদের রূপকথার গল্পটা শুরু করেছিলাম। আমাদের প্রথম দেখা থেকে শুরু করে আমাদের বিয়ে এবং আলহামদুলিল্লাহ- সবচেয়ে সুন্দর একটা পরিবার গঠনের মাধ্যমে। হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আর হৃদয়ের বন্ধনে সময়গুলো দুজনে পার করেছি। প্রতিশ্রুতি ছিল সারাজীবন একসঙ্গে থাকার, কখনো কেউ কাউকে ছেড়ে না যাওয়ার। আমার প্রতি তোমার ভালোবাসার কোনো তুলনা হয় না, আর প্রতিটা দিনের জন্য আমি তোমকে ভালোবাসি। নিজদের জন্য ১২তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ।‘

এই ১২ বছরে সাকিব-শিশিরের কোলজুড়ে ৩ টি সন্তান দুনিয়ায় এসেছে। আলাইনা, ইরাম ও ইজাহ- দুই কন্যা ও এক পুত্র নিয়ে সাকিব-শিশিরের বর্তমান দুনিয়া।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিব আল হাসান | উম্মে আহমেদ শিশির | বিবাহবার্ষিকী