রাজনীতি

এই সরকারের প্রতি আমাদের ক্ষোভ আছে : নুর

ছবি: সংগৃহীত

এই সরকারের প্রতি আমাদের ক্ষোভ আছে, রাগ আছে। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো। আমাদের দাবি আদায়ে বাধ্য করবো। কিন্তু এখনই ফেলে দিতে হবে, এই সরকারকে চলে যেতে হবে, এই লাইনে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্তৃক ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবিরোধী জাতীয় যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সরকারের জনগণের বাইরে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে নুর বলেন, জনগণের বাইরে গেলে, জনসমর্থনের বাইরে গেলে তারা এক সপ্তাহ টিকে থাকতে পারবে না। অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে এই অন্তর্বর্তী সরকারের দিকে গোটা জাতি তাকিয়ে আছে। কিন্তু দুঃখজনক হলো, সরকার জাতির মনের আশা-আকাঙ্ক্ষা বুঝতে পারছে না।

তিনি বলেন, সকলের প্রত্যাশা ছিলো আন্দোলনের অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। রাষ্ট্র সংস্কার করা হবে। কিন্তু দুঃখজনকভাবে দেখ গেলো যাদের সরকার গঠনের দায়িত্ব দেয়া হয়েছে, তারা তাদের সার্কেলের বন্ধুবান্ধব এবং তাদের লোকজনদের নিয়ে সরকার গঠন করলেন।

ডাকসুর সাবেক ভিপি বলেন, এভাবে সরকার গঠন হওয়ায় সাধারণ মানুষ হতাশ শুধু তাই না এর মাধ্যমে সরকার আন্দোলনে থাকা নেতা এবং রাজনৈতিক দলগুলোর মনে আঘাত দিয়েছেনযার ফলে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাচ্ছে। রাজনৈতিক দলগুলো এখন সরকারের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সংস্কার জরুরি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক জোট না থাকে, তাহলে তার মধ্যে ক্ষমতার লোভ পেয়ে বসবে।

বাংলাদেশকে নিয়ে ভারতের গণমাধ্যম, তাদের আন্তর্জাতিক মানের নেতারা এবং নাগরিক সমাজ সংঘবদ্ধভাবে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে সাবেক এ ছাত্রনেতা বলেন, তারা বলছে, বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং নিপীড়ন চালানো হচ্ছে, যা একেবারেই ভিত্তিহীন এবং অসত্য। আমরা ভারতের মিডিয়াসহ আন্তর্জাতিক গণমাধ্যমকে বলবো, বিষয়টি সঠিকভাবে আপনারা তুলে ধরবেন

প্রসঙ্গত, সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন নুর