দেশজুড়ে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা

হিমেল হাওয়ায় কাঁপছে চুয়াডাঙ্গা

বায়ান্ন প্রতিবেদন

মেঘমুক্ত দিনে উত্তরের হিমশীতল হাওয়ায় হাড়কাঁপুনি শীত অনুভূত হচ্ছে  চুয়াডাঙ্গায়। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। যা একই সঙ্গে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

সকাল ৮টার দিকে সূর্য উকি দিলেও তা উত্তাপ ছড়াচ্ছে না। বিকেল থেকে আবারও কুয়াশার দাপট। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। হাসপাতালে বাড়ছে শীত জনিত রোগীর সংখ্যা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান,  শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৮৫ ভাগ। তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে কুয়াশার সাথে চুয়াডাঙ্গায় তীব্র শীত পড়তে শুরু করেছে। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস। পরদিন বুধবার (১১ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তাপমাত্রা কমে দাঁড়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল শুক্রবার তাপমাত্রার পারদ আরও নীচে নেমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। শনিবারে হ্রাস পেয়ে তাপমাত্রা দাঁড়িয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রিতে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ শুরু হলো। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহ অব্যহত থাকবে। এরপর ১৬ ডিসেম্বর থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে ঘুন কুয়াশা অব্যহত থাকতে পারে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন চুয়াডাঙ্গা | শৈত্যপ্রবাহ