কুড়িগ্রামের ফুলবাড়িতে মাদক বিরোধী অভিযানে ৭ কেজি ৯০০ গ্রাম ও ১০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করছে পুলিশ। এ সময় পুলিশ মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস, মোবাইল ফোন ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যাক্তিদের নাম- সবুজ মিয়া (২২), কুরুষা ফেরুষা গ্রামের শামীম হোসেন (২১) ও কবির মামুদ গ্রামের সজীব মিয়া (৩২)।
আজ বুধবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান।
পুলিশ সুত্রে জানা গেছে, গেলো মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ী বালারহাট বাজার থেকে মাইক্রোবাসে করে গাঁজা নিয়ে শেখ হাসিনা ধরলা সেতুর দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম মিয়াপাড়া বাজারে অবস্থান নেয়। পুলিশ দেখে মাদক কারবারিরা গাড়ী রেখে পালানোর চেষ্টা করে।পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।
অন্যদিকে একইদিন পৃথক অভিযানে ফুলবাড়ী থানার অপর একটি দল উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ রাবাইতারী গ্রাম থেকে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির টাকা ও মোবাইল ফোন সহ মাদক কারবারি নুর ইসলাম শেখ (৩২) গ্রেপ্তার করে।
এ প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।