বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচের মাঝখানেই চোটে পড়েন নাজমুল হোসেন শান্ত। গত ৯ নভেম্বর ইনজুরিতে পড়া বাংলাদেশ অধিনায়ক এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরেছেন। মাঠে ফেরার ম্যাচেই দারুণ এক ইনিংস খেলেছেন তিনি।
রাজশাহী বিভাগের হয়ে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি শান্ত। অবশেষে আজ, শনিবার একাদশে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার। রাজশাহীর হয়ে ওপেনিংয়ে নেমে ৫৪ বলে ৮১ রানের ইনিংস খেলেন শান্ত। এই ইনিংস খেলতে গিয়ে ৫ টি চার ও ৪ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ হয়তো থাকবে। তবে এক মাসের বেশি সময় পর মাঠে ফিরে শান্ত’র জন্য ৮১ রানের ইনিংস খেলে স্বস্তির। রাজশাহীর হয়ে ৩৩ বলে ৪৭ রানের ইনিংস খেলেন হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন খেলেন ১১ বলে ২৩ রানের ইনিংস। ফলে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে দলটি।
এম এইচ//