আবহাওয়া

শীতে কাঁপছে পঞ্চগড়, ৪ জেলায় শৈত্য প্রবাহের পূর্বাভাস

ছবি: সংগৃহীত

হিমালয় কন্যা পঞ্চগড়ে তিনদিন ধরে চলছে মৃদু শৈত্য প্রবাহ। এতে স্থবির হয়ে পড়েছে জেলার জনজীবন। পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস

এর আগে শনিবার রাতে তিন দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এছাড়া রোববার দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন পঞ্চগড়