দেশজুড়ে

পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

বায়ান্ন প্রতিবেদন

কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। 

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কার্ভার ভ্যানের চালক পালিয়ে যায়।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে—সিএনজি চালক শাহিন ও যাত্রী রাজন। তাদের বাড়ি রায়পুরা উপজেলার পিরিজকান্দিতে। আর বাকি ৩ জন নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া। 

তিনি জানান, নিহতদের মধ্যে চালকসহ দুইজনের পরিচয় পাওয়া গেছে। এছাড়াও বাকি ৩ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত্তি দিয়ে পুলিশ  জানায়, নরসিংদীর নিলকুটি এলাকা থেকে সিএনজিসহ দুটি কার্ভাড ভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিল। কার্ভাড ভ্যান দুটি ভৈরবের জগন্নাথপুর ব্রিজ অতিক্রম করার সময় ওভারটেক করতে গিয়ে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় আরেকটি কাভার্ড ভ্যানের মধ্যে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ ৫ জনের মৃত্যু হয়।

 

এসি//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন কিশোরগঞ্জ | পিকআপ ভ্যান | অটোরিকশা