বিনোদন

‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে জনতার ঢল

মহান বিজয় দিবস উদযাপনে প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন রয়েছে। যার মধ্যে সারা ফেলেছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত সবার আগে বাংলাদেশ শীর্ষক কনসার্ট এতে অংশ নিয়ে সংগীত পরিবেশন করবেন দেশের খ্যাতিমান সব শিল্পী

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় শুরু হওয়া এই উন্মুক্ত কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। সবার আগে বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ তথ্য জানিয়েছেন।

কনসার্ট শুরুর আগেই বিভিন্নস্থান থেকে সংগীতপ্রেমীরা এসে উপস্থিত হন। তবে কনসার্ট শুরুর কয়েক ঘণ্টা পর থেকেই মানুষের ঢল নামে। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ কনসার্টের শুরুতে মঞ্চে আসেন শিল্পী নাসির খানএরপর বেলা সোয়া দুইটার দিকে সংগীত পরিবেশন করেন প্রীতম হাসান। তিনি খোকা, হাতে লাগে ব্যথারেউরাধুরা গানগুলো গেয়ে উপস্থিত শ্রোতা-দর্শকদের মাত করেন। প্রীতমের পর মঞ্চে সংগীত পরিবেশন করেন কনকচাঁপা। সাগরিকা, বেঁচে আছি তোমারই ভালোবাসায় গানটি দিয়ে তার পরিবেশানা শুরু করেন। তিনি তার জনপ্রিয় বেশ কয়েকটি গান একে একে পরিবেশন করেন।

দেশের খ্যাতিমান অনেক শিল্পী এ কনসার্টে সংগীত পরিবেশন করছেন। এদের মধ্যে রয়েছেন খুরশিদ আলম, সৈয়দ আব্দুল হাদী, বেবী নাজনীন, মনির খান, কণাসহ আরও অনেকে। অন্যদিকে নগরবাউল, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফারেন্ট টাচ, আর্ক ও সোনার বাংলা সার্কাস ব্যান্ড দলের এ কনসার্টে অংশ নিচ্ছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কনসার্ট