দেশে-বিদেশি শিল্পীদের কনসার্ট আয়োজন নিয়ে সাম্প্রতিক জটিলতার কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছিল পাকিস্তানি জনপ্রিয় গায়ক আতিফ আসলামের ঢাকায় কনসার্ট নিয়েও। তবে সব সংশয় কাটিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে কনসার্টের তারিখ।
‘স্পিরিটস অব জুলাই’ ও ‘মেইন স্টেইজ’ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে আতিফ আসলামের কনসার্ট ‘মেইন স্টেইজ শো-২০২৫’। আগামী শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রয়োজনীয় সব সরকারি অনুমতি ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। বাস্তবতা ও কিছু জটিলতার কারণে একক আয়োজন সম্ভব না হলেও যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, কনসার্ট থেকে প্রাপ্ত মোট লভ্যাংশের ৪০ শতাংশ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ প্রদান করা হবে। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবার পুনর্বাসন কার্যক্রমে এই অর্থ ব্যয় করা হবে। এ বিষয়ে গত ২ নভেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে স্পিরিটস অব জুলাইয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
কনসার্টে প্রধান শিল্পী হিসেবে আতিফ আসলামের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফুয়াদ ও ব্যান্ড নেমেসিসসহ আরও কয়েকজন সংগীতশিল্পী পারফর্ম করবেন।
এসএইচ//