সিরাজগঞ্জ সদর উপজেলার নলিচাপাড়া এলাকায় কলাবাগানের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় অটোচালক মো. সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ ডিসেম্বর) সিরাজগঞ্জ জেলা পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, পিবিআইয়ের সহযোগিতায় মৃত নারীর পরিচয় শনাক্ত করা হয়। ওই নারীর নাম মরিয়ম বেগম (৪৮), স্বামী মৃত নুর ইসলাম, বাড়ি খোকসাবাড়ী, সিরাজগঞ্জ সদর। তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় অটোচালক মো. সোহেল রানা (৩৫)–কে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল জানান, প্রায় দুই–তিন বছর ধরে মরিয়মের সঙ্গে তার পরকীয় সম্পর্ক ছিল। সম্প্রতি মরিয়ম অন্য একজনের সঙ্গে সম্পর্ক শুরু করলে সোহেল ক্ষুব্ধ হয়। গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় কুশিয়াহাটায় দেখা করার পর তারা কলাবাগানে যায়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে সোহেল ওড়না পেঁচিয়ে মরিয়মকে শ্বাসরোধে হত্যা করে কলাগাছের নিচে মরদেহ ফেলে রেখে চলে যায়।
এর আগে গত ৭ ডিসেম্বর (রবিবার) দুপুরে স্থানীয়রা একটি কলাগাছের নিচে কলাপাতায় ঢাকা অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পরে এ ঘটনার রহস্য উদঘাটনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান ও সদর সার্কেল এএসপি নাজরান রউফের নেতৃত্ব একটি টিম গঠন করা হয়। ওই তদন্ত দল মরদেহ পাওয়ার ৮ ঘণ্টার মাথায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আই/এ