বেশ কিছুদিন ধরেই বলিউড পাড়ায় গুঞ্জন চলছিলো শ্রদ্ধা কাপুরের সম্পর্ক নিয়ে। এরই মাঝে তিনি তার সোশাল মিডিয়া ইন্সিটাগ্রামে চর্চিত প্রেমিক রাহুল মোদীকে নিয়ে রসিকতা করে পোস্ট দেন অভিনেত্রী। ফলে স্পষ্টই বোঝা যায় বর্তমানে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রেম প্রসঙ্গে প্রশ্ন করতেই রেগে যান শ্রদ্ধা। প্রশ্নের সাথে জড়িয়ে আছে কার্তিক আরিয়ানের নাম।
হাসি-খুশি এই বলিউড তারকা শ্রদ্ধাকে অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্ন করেন এক অনুষ্ঠঅনে ‘কার্তিক আরিয়ানকে বলিউডের কোন অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে চান জানতে চাওয়া হয়েছিল? তিনি জবাবে চারজন অভিনেত্রীর নাম উল্লেখ করেন। তাদের মধ্যে আপনার (শ্রদ্ধার) নামও রয়েছে। কার্তিক এটাও বলেছেন, চারজনই নাকি সম্পর্কে আছে, কথা কি সত্যি?’
প্রশ্ন শুনেই অস্বস্তিতে পড়েন অভিনেত্রী, রেগে পাল্টা প্রশ্ন করেন, এই অনুষ্ঠানের জন্য এটি সঠিক প্রশ্ন কিনা।
প্রতিউত্তরে সঞ্চালক ফের একই প্রশ্ন করলে অভিনেত্রী আরও রেগে যান। তিনি বলেন, কার্তিক যা বলার বলেছে। আমাকে জিজ্ঞেস করার মতো কোনও প্রশ্ন আপনার কাছে রয়েছে?’ এরপর সেই সঞ্চালক সরাসরি প্রশ্ন রাখেন, ‘আপনি কি কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন?’ শ্রদ্ধার পাল্টা জবাব, ‘আপনি নিশ্চিত, এই প্রশ্ন এই অনুষ্ঠানের জন্য সঠিক?’
কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে বক্তব্যের জবাবে যেন কিছুটা অস্বস্তিই বোধ করেছেন এই অভিনেত্রী। ফলে আর কথা বাড়াননি সঞ্চালক।
উল্লেখ্য, ‘স্ত্রী ২’ ছবির প্রচারের সময় খবর ছড়ায়, রাহুলের সঙ্গে সম্পর্ক ভেঙেছে শ্রদ্ধার। কিন্তু কিছুদিন আগে শ্রদ্ধা তার ইনস্টাগ্রামে মুম্বাইয়ের বিখ্যাত খাবার বড়া পাওয়ের ছবি পোস্ট করেন। সেখানে চর্চিত প্রেমিক রাহুল মোদীকে নিয়ে রসিকতা করেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, মধ্যরাতে গাড়ি চড়ে কোথাও যাচ্ছেন শ্রদ্ধা, হাতে ধরা বড়া পাও। এই পোস্টের সঙ্গে নেপথ্যে আশা ভোঁসলের গাওয়া গান ‘তু তু হ্যাঁয় ওয়াহি’ জুড়ে দেন অভিনেত্রী।
মেহের আলী/জেএইচ