খেলাধুলা

জাকের ও শামীমকে স্পিরিট অব ক্রিকেট পুরস্কার দেয়ার পরামর্শ বিশপের

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ধারাভাষ্যকক্ষে বসে অনুভব করেছেন, এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দিলেন সেই বার্তা। জাকের আলী ও শামীম হোসেনকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়ার আহ্বান জানিয়ে রাখলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের একটি ঘটনা ঘিরেই উঠেছে মূলত এই প্রসঙ্গ। তখন ক্রিজে ছিলেন জাকের ও শামীম। ১৪তম ওভারে গুদাকেশ মোতির একটি বল মিড উইকেট বাউন্ডারির দিকে খেলেন জাকের। ক্যাচ নেয়ার চেষ্টা করেন ওবেদ ম্যাকয়, নিতে পারেননি। বরং আঘাত পেয়েছেন।

জাকের ও শামীম দ্বিতীয় রান নিতে গিয়ে বুঝতে পারেন। ম্যাকয় আঘাত পাওয়ার কারণেই বল পাঠাতে পারছেন না। এরপর আর তৃতীয় রান নেয়নি এই দুই ব্যাটার।

ধারাভাষ্যকক্ষ থেকে সেসময় ‘গ্রেট স্পোর্টসম্যানশিপ’ বলে এই ঘটনাকে আখ্যা দেন বিশপ।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ দেয়া পোস্টে বিশপ লিখেছেন, ‘যদি আইসিসি ২০২৪ সালের স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয়, আমার পরামর্শ হচ্ছে সেই মুহূর্তের জন্য যেন দেয়া হয়। যখন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জাকের আলী ও শামীম হোসেন রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছেন। তারা এটা বুঝতে পেরেছেন যে, আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় আঘাত পেয়েছেন।‘

আইসিসি প্রতি বছর ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দিয়ে থাকে। কোন দল বা নির্দিষ্ট কোনো ঘটনা যা ম্যাচের ‘স্পিরিট’কে স্মরণ করিয়ে দেয়, এমন ঘটনার ওপরই এই পুরস্কার‍ দেয়া হয়ে থাকে।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন স্পিরিট অব ক্রিকেট | ইয়ান বিশপ | শামীম হোসেন | জাকের আলী