খেলাধুলা

সিলেটে বিপিএল মিউজিক ফেস্টের দ্বিতীয় ধাপ

স্পোর্টস ডেস্ক

ছবি: বিসিবি

বিপিএল মিউজিক ফেস্টের ঢাকা পর্ব এরমধ্যে শেষ। গতকাল (সোমবার) রাহাত ফতেহ আলী খানের চমৎকার সুর ও গানে হারিয়ে যায় দর্শকরা। শুধু রাহাত ফতেহ আলী নয়, দেশের জনপ্রিয় ব্যান্ড এভোয়েড রাফা গেয়েছেন একই মঞ্চে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে এবার সিলেটে আয়োজন হতে যাচ্ছে বিপিএলের মিউজিক ফেস্ট।

আজ বিরতি দিয়ে আগামীকাল (২৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আয়োজন। যেখানে থাকবেন বাংলাদেশের রক মিউজিকের অন্যতম নাম নগরবাউল জেমস। এছাড়াও থাকছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। দর্শক মাতাবেন মুজা, সঞ্জয় ও তোশিবা।

সর্বনিম্ন ৫০০ টাকায় দেখা যাবে সিলেটের মিউজিক ফেস্ট। আরও বেশ কিছু ক্যাটাগরি রাখা হয়েছে। এর ওপরে ১ হাজার টাকা ও ৪ হাজার টাকার টিকিট কেটেও দর্শকরা উপভোগ করতে পারবেন এই আয়োজন।

দুপুর আড়াইটায় খুলে দেয়া হবে স্টেডিয়াম গেট। দর্শকরা তখন থেকেই প্রবেশ করতে পারবেন, প্রবেশাধিকার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত চলবে। আগ্রহীরা অনলাইন ও সরাসরি সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি ও স্টেডিয়াম প্রাঙ্গন থেকে কিনতে পারবেন এই টিকিট।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন জেমস | আসিফ আকবর | সিলেট | বিপিএল মিউজিক ফেস্ট