সমাবেশে আসার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী ও যুবলীগের সন্ত্রাসীরা। তাদের সঙ্গে যোগ দেন পুলিশের অতিউৎসাহী কিছু সদস্য। ওইসব ‘অতিউৎসাহী’ পুলিশ সদস্যদের ও আওয়ামী লীগের সহিংসতা সৃষ্টিকারী নেতাকর্মীদের তালিকা করুন। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, সমাবেশের আগের দিন বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় প্রায় অর্ধশত নেতাকর্মীকে।
বিএনপির এ নেতা আরও বলেন, পুলিশ নাকি বিএনপির নেতাকর্মীদের তালিকা করছে। অতিউৎসাহী কিছু পুলিশের সদস্য ও আওয়ামী সন্ত্রাসীদের তালিকা আপনারা তৈরি করেন।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যরা চাকরিতে যোগ দেয়ার সময় যে শপথবাক্য পড়েছিলেন, তা নতুন করে পড়ারও আহ্বান জানান।
উল্লেখ্য, গেলো বুধবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ নিয়ে দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাধাবিপত্তি-হামলা উপেক্ষা করে সমাবেশে অংশ নেয়ার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমীর খসরু।
মেঘ