বিয়ের পর সম্পর্কে ভাঙ্গন হলো নাকি এ নিয়ে কথা উঠেছে এবার ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে। বহু দিন একসঙ্গে দেখা যাচ্ছে না এই জুটিকে। সব ঠিকঠাক আছে কি না তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ‘ফোন ভূত’ অভিনেত্রীকে।
প্রেমে মশগুল ছিলেন এই তারকা জুটি। ছুটি পেলেই একসঙ্গে উড়ে যাওয়া দূর দ্বীপে, সমুদ্রসফর কিংবা উপত্যকায়। বলিউডের যত তারকা জুটি চার হাত এক করেছেন, তাদের মধ্যে অন্যতম চর্চিত ছিল ভিকি কৌশল এবং ক্যাটিরিনা কাইফের সম্পর্ক।
২০২১ সালের ৯ ডিসেম্বর বিয়ে করেন তারা। তার পর ছোট্ট সফর করেন মধুচন্দ্রিমা মালদ্বীপে। ফিরে এসেই ভিকির কাজ শুরু হয়ে যায় মুম্বাইতে। ক্যাটরিনাও ছবির কাজে ব্যস্ত হয়ে পড়েন। নানা জায়গায় শুটিঙের কাজে ঘুরে বেড়াতে হয় তাকেও।
বিবাহিত জীবন কেমন কাটছে এই বিষয়ে জিজ্ঞেস করতে ক্যাটরিনা বললেন, বিয়ে সবার জীবনেই বড়সড় বদল আনে। নিজের জীবন আর এক জনের সঙ্গে ভাগ করে নেয়া। একসঙ্গে থাকা সত্যিই দারুণ অভিজ্ঞতা। আমার খুব খুব ভাল লেগেছে।
ক্যাটরিনা বলেন, ভিকি গত বছর বাইরে বাইরেই থেকেছেন ছবির কাজে। একে অপরকে সময় দেয়া হয়ে ওঠেনি। তবে ভিকির মতো মানুষ হয় না। তার মতো মানুষকে পেয়েছি, এ আমার সৌভাগ্য।
উম্মে রুম্মান