ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রোস্টেট বড় হয়ে গেছে। এতে মূত্রনালীর সমস্যায় ভুগছে তিনি। আজ রোববার অস্ত্রপোচারের মাধ্যমে নেতানিয়াহুর প্রোস্টেট অপসারণ করা হবে। ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
গেলো বুধবার জেরুজালেমের হাদাসশাহ হাসপাতালে ৭৫ বছর বয়সী নেতানিয়াহুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা জানায় নেতানিয়াহুর প্রোস্টেট বড় হয়ে গেছে।
এর আগে, মার্চ মাসে নেতানিয়াহুর হার্নিয়ার অপারেশন করা হয়। এছাড়া গত বছর হার্টে ব্লক ধরা পরে তাঁর। পরে চিকিৎসকরা নেতানিয়াহুর বুকে পেসমেকার স্থাপন করেন।
প্রোস্টেট পুরুষের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি, যা সুপারি আকৃতির এবং মূত্রথলির নিচে অবস্থিত। বয়স্ক পুরুষের প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে মূত্রনালি সংকীর্ণ করে দেয় বলে প্রস্রাবের নানা সমস্যা হতে থাকে। তবে প্রোস্টেট বড় হলেই যে ক্যানসার হয়, তা কিন্তু নয়। বয়সের সঙ্গে প্রোস্টেট বৃদ্ধিকে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বলে।
এনএস/