খেলাধুলা

খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে এক কথায় উত্তর দেয়া সম্ভব নয়

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। তবে এবার সেই নিয়ম মানেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে আজ মিরপুরে প্রশ্ন করা হয়েছে এ ব্যাপারে।

বুধবার (১ জানুয়ারি) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি।

ফারুক আহমেদ বলেন, প্রথম দিন থেকেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের বলছি খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করতে হবে। কিন্তু পরিস্থিতি এমন যে, এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। গত চার মাসের পরিস্থিতি বিবেচনা করতে হবে। তবে এর মানে এই নয় যে খেলোয়াড়রা টাকা পাবেন না। এ বিষয়ে আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি।

ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ রাখছে ক্রিকেট বোর্ড। যদি ফ্র্যাঞ্চাইজিরা খেলোয়াড়দের টাকা দিতে ব্যর্থ হয়, তখন বোর্ড সে বিষয়টি দেখবে। বিসিবি সভাপতি বলেন, আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, ফ্র্যাঞ্চাইজিদের বলছি (খেলোয়াড়দের টাকার ব্যাপারে), প্রেসিডেন্ট হিসেবে তাদের সঙ্গে সরাসরি কথা বলছি। ফ্রাঞ্চাইজিরা যাতে না মনে করে বোর্ডই শুধু দেখবে, ফ্রাঞ্চাইজিরা কিন্তু আমাদের পার্টনার।

বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ নারী দল। বিশ্বকাপগামী এই দল আজ মিরপুরে বিসিবি সভাপতির সঙ্গে ফটোসেশনে অংশ নেয়। ফটোসেশন শেষ করেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফারুক আহমেদ।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ প্রিমিয়ার লিগ | ফারুক আহমেদ | বিপিএল