ক্রিকেট

বরিশালকে অল্প রানেই আটকে দিলো রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। খেলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে বরিশাল। 

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলায় টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন তামিম ইকবাল।  কিন্তু আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত ফিরে যান মাত্র ৯ রান করে। তিনে নেমে তাওহিদ হৃদয় ফেরেন ৪ রান করে। 

ভালো শুরু এনে দিলেও ১৮ বলে ২৮ রান করে আউট হয়ে যান তামিম।  এরপর মুশফিকুর রহিম ১৫, কাইল মায়ার্স ১৩, ফাহিম আশরাফ ১, মাহমুদউল্লাহ রিয়াদ ১০, শাহিন শাহ আফ্রিদি ১০ ও তানভীর ইসলাম ৬ রান করে আউট হলে মাত্র ১০৬ রানেই ৯ উইকেট হারায় বরিশাল। 

শেষ উইকেট জুটিতে ইকবাল হোসেন ইমনকে নিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন মোহাম্মদ নবী। তবে আফগান এই অলরাউন্ডার ২১ রান করে আউট হয়ে গেলে ১২৪ রানেই গুটিয়ে যায় বরিশাল।  

 

এ সম্পর্কিত আরও পড়ুন বরিশাল | রংপুর