আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি বিমান হামলায় ৭১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অভিযানে ৭১ জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও বহু মানুষ। ফলে গাজা উপত্যকায় এক বছরে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ৪৫ হাজার ৬০০ জন। আহতের সংখ্যা লক্ষাধিক।

শুক্রবার (৩ জানুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়,  ইসরাইলি বাহিনী গত ২৪ ঘণ্টায় ৩৪টি বিমান হামলা চালিয়েছে। গাজা উপত্যকাজুড়ে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে।

গাজার মিডিয়া অফিস জানায়, নিহতদের লাশ সরিয়ে নেয়ার জন্য ঘটনাস্থলে যেতে বাধা দিচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এতে গাজা ও উত্তর গাজার রাস্তায় লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সবসময় বলে এসেছে, গাজায় নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ অনেক মৃতদেহ এবং আহত ব্যক্তি এখনও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে। পথ-ঘাট ধ্বংস হয়ে যাওয়া এবং প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের অভাব থাকার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন গাজা | নিহত | ইসরাইল