রংপুর রাইডার্সের সামনে অল্প লক্ষ্যমাত্রা দিয়েছিল ফরচুন বরিশাল। সেই লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে বেশ দ্রুত দুই উইকেট হারিয়ে বসে রংপুর। সেই চাপ উতরে ঠিকই অবশ্য ম্যাচ বের করে নিয়েছে তারা। আর এই জয়ে বড় ভূমিকা রেখেছেন দেশি সাইফ হাসান ও বিদেশি অ্যালেক্স হেলস।
বরিশাল ১২৪ রান করে গুটিয়ে যায় রংপুরের বিপক্ষে। অভিষিক্ত ওপেনার আজিজুল হাকিম তামিম ও তিনে নামা তৌফিক খান তুষার দুজনেই ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন। দলের রান ১৫ থাকতে, ২ উইকেট হারিয়ে কিছুটা চাপ ছিল।
হেলসের সঙ্গে সাইফের জুটিতে এরপর দারুণ পরিবেশ তৈরি হয় রংপুর শিবিরে। তাদের ১১৩ রানের যৌথ প্রযোজনায় আরামেই ম্যাচ জেতে দলটি। সাইফ ৪৬ বলে ৬২ রানে ও হেলস ৪১ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচ জয়ের পর সাইফ বলেন, ‘যখন ব্যাটিংয়ে নেমেছিলাম চাপের মুহূর্ত ছিল। খুব খুশি যে দলের জন্য অবদান রাখতে পেরেছি। হেলসের সঙ্গে কথা বলার পর ব্যাটিংটা সহজ হয়েছে। আমরা খুব ভালো একটি জয় পেয়েছি।'
গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল রংপুর। সাইফ টানলেন সেই প্রসঙ্গও, ‘জিএসএল থেকেই আমার ওপর ভালো একটি দায়িত্ব ছিল। সবাই আমাকে পেছন থেকে অনুপ্রেরণা দিয়েছে। খুব খুশি যে টিম ম্যানেজমেন্ট সবাই আমার ওপর বিশ্বাস রেখেছে।'
বিপিএল ২০২৫ এ এখন পর্যন্ত ৩ ম্যাচের তিনটিতেই জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে।
এম এইচ//