খেলাধুলা

চায়ের দেশে বিপিএল শুরু সোমবার

স্পোর্টস ডেস্ক

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর ম্যাচগুলো শেষ। সোমবার (৬ জানুয়ারি) থেকে শুরু হবে সিলেট পর্বের ম্যাচ। এরপর ম্যাচ গড়াবে চট্টগ্রামে। শেষভাগে আবারও ঢাকায় ফিরবে বিপিএল।

আগামী ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শকরা বিপিএলের ম্যাচ উপভোগ করতে পারবেন।

বিপিএল টেবিল তালিকার শীর্ষে আছে রংপুর রাইডার্স। তারা ৩ ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে। দুই ম্যাচে দুই জয় নিয়ে খুলনা আছে তালিকার দ্বিতীয় অবস্থানে। চিটাগাং কিংস তিন নম্বরে আছে, এক জয় ও এক হার নিয়ে। এক জয় ও এক হার নিয়ে টেবিলের চারে আছে ফরচুন বরিশাল। টেবিলের পাঁচ নম্বরে দুর্বার রাজশাহী, তারা ৩ ম্যাচ খেলে এক জয় পেয়েছে। ছয় ও সাত নম্বরে আছে ঢাকা ও সিলেট। তারা কেউই এখনো জয়ের দেখা পায়নি। ঢাকা ৩ ম্যাচের তিনটিতেই পরাজিত হয়েছে। অন্যদিকে সিলেট এক ম্যাচ খেলে একটিতেই হেরেছে।

সিলেট পর্বে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলবে।

 

সিলেট পর্বে কবে কোন ম্যাচ


তারিখ                    ম্যাচ                              সময়


৬ জানুয়ারি   সিলেট বনাম রংপুর           বেলা ১-৩০ মিনিট

৬ জানুয়ারি   বরিশাল বনাম রাজশাহী    সন্ধ্যা ৬-৩০ মিনিট

৭ জানুয়ারি    রংপুর বনাম ঢাকা              বেলা ১-৩০ মিনিট

৭ জানুয়ারি   সিলেট বনাম বরিশাল         সন্ধ্যা ৬-৩০ মিনিট

৯ জানুয়ারি    বরিশাল বনাম রংপুর         বেলা ১-৩০ মিনিট

৯ জানুয়ারি    ঢাকা বনাম চিটাগাং           সন্ধ্যা ৬-৩০ মিনিট

১০ জানুয়ারি  রাজশাহী বনাম খুলনা            বেলা ২টা

১০ জানুয়ারি  সিলেট বনাম ঢাকা                সন্ধ্যা ৭টা

১২ জানুয়ারি   সিলেট বনাম খুলনা            বেলা ১-৩০ মিনিট

১২ জানুয়ারি   রাজশাহী বনাম ঢাকা          সন্ধ্যা ৬-৩০ মিনিট

১৩ জানুয়ারি   সিলেট বনাম চিটাগাং         বেলা ১-৩০ মিনিট

১৩ জানুয়ারি   রংপুর বনাম খুলনা             সন্ধ্যা ৬-৩০ মিনিট

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | বিপিএল | ঢাকা সিলেট