বিনোদন

নতুন জীবনের যাত্রা শুরু, ছবি দিয়ে জানালেন তাহসান

বিনোদন ডেস্ক

অবশেষে নিজের বিয়ের গুঞ্জনকে চূড়ান্ত স্বীকৃতি দিলেন অভিনেতা ও গায়ক তাহসান খান। শনিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় তিনি তার স্ত্রী, মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তোলা একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেন।

বিয়ের বিষয়ে শনিবার সকালে তাহসান জানিয়েছিলেন, সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তার সেই কথা অনুযায়ী, সন্ধ্যায় গোলাপি রঙের শেরওয়ানিতে স্ত্রীর সঙ্গে হাত ধরে তোলা একটি ছবি প্রকাশ করেন তিনি।

ছবিটি শেয়ার করে তাহসান লেখেন, "কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?"

তাহসানের ফেসবুক পোস্টটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির পড়াশোনা করেছেন এবং পরে কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন। এরপর নিউইয়র্কের কুইন্সে "রোজাস ব্রাইডাল মেকওভার" প্রতিষ্ঠা করেন, যা তাকে একজন সফল উদ্যোক্তা করে তোলে।

উল্লেখ্য, ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান ও মিথিলা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ২০১৩ সালে তাদের ঘর আলোকিত করে আসে কন্যা সন্তান আইরা তাহরিম খান। তবে, তাদের সংসার ভেঙে যায় এবং মিথিলা পরে সৃজিত মুখার্জির সঙ্গে নতুন জীবন শুরু করেন।

তাহসান ও মিথিলার বিচ্ছেদের পর দীর্ঘ সময় একা থাকার পর, এখন  নতুন সঙ্গী নিয়ে জীবনকে নতুন রঙে সাজাচ্ছেন দেশের জনপ্রিয় এই অভিনেতা ও গায়ক।

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন তাহসান | বিয়ে