খেলাধুলা

টানা পাঁচ ম্যাচ জিতে শীর্ষেই রইলো রংপুর

স্পোর্টস ডেস্ক

ছবি: রংপুর রাইডার্স

ঢাকা ক্যাপিটালসের সহজ লক্ষ্যমাত্রা সহজেই পাড়ি দিল রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে মাত্র ১১১ রান সংগ্রহ করে ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৩.২ ওভারে এই রান পেরিয়ে যায় রংপুর। এতে ৪০ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে নুরুল হাসান সোহানের দল।

রংপুরের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৪ (২৭) রানের ইনিংস খেলেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। আরেক ওপেনার আজিজুল হাকিম তামিম আজকেও ব্যাটিংয়ে ব্যর্থ ছিলেন, মাত্র ৫ রানে ফিরেছেন।

সাইফ হাসান ১৩ রান করে আউট হন। এরপর ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ, এই দুই পাকিস্তানির ব্যাটে ভর দিয়ে জয় পায় রংপুর। ইতিখার ১২ বলে ৯ ও খুশদিল ১৩ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন।

এর আগে  রংপুরের পক্ষে বল হাতে একাই ৩ উইকেট নিয়েছেন নাহিদ রানা। ২ টি করে উইকেট নিয়েছেন আকিফ জাভেদ ও খুশদিল শাহ।

ঢাকার শুরুটা ভালোই হয়েছিল। দলের রান যখন ২৮, তখন তাদের প্রথম উইকেটের পতন ঘটে। আকিফ ১৪ রানে ফেরান হাবিবুর রহমান সোহানকে। আরেক ওপেনার জেসন রয়ের ব্যাটে ১২ বলে আসে ১৮ রান। তাকে ফিরিয়েছেন শেখ মেহেদী। তিনে নামা তানজিদ হাসান ১৬ বলে ২০ রানে বিদায় নেন।

লিটন দাসকে নাহিদ রানা ফেরান মাত্র ৯ রানে। লিটনের ব্যাট এখনো হাসতে পারেনি চলতি বিপিএলে। পরের ব্যাটারদের মধ্যে মোসাদ্দেক হোসেন ১২ (৯) ও আলাউদ্দিন বাবু ১৬ (১৬) রান করেন। বাকি ব্যাটারদের সম্বল ছিল এক ডিজিটের রান। ১৭তম ওভার খেলতে গিয়েই নিজেদের ব্যাটিংয়ের শেষ দেখে ফেলে ঢাকা। 

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকা ক্যাপিটাল | রংপুর রাইডার্স