বিনোদন

নতুন ঠিকানায় বরুণ-নাতাশা

নতুন বছরে নতুন ঠিকানা বরুণ ধওয়ান ও তার স্ত্রী নাতাশা দলালের। গত বছরও অবশ্য স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করেছিলেন তারা। বছরের শুরুতেই সেই তালিকায় যোগ হল আরও একটি বাসস্থান। ২০২৫-এর ৩ জানুয়ারি নতুন আবাসের ‘স্ট্যাম্প ডিউটি’ সংক্রান্ত কাজ সম্পূর্ণ করেছেন তারা।

মুম্বাইয়ের জুহুতে বরুণ ও নাতাশার এই নতুন ঠিকানা। বিলাসবহুল বহুতলের সাত তলায় বরুণ-নাতাশার ফ্ল্যাট। ৫১১২ বর্গফুটের এই ফ্ল্যাট ৪৪ কোটি ৫২ লাখ টাকা দিয়ে কিনেছেন দম্পতি। ‘স্ট্যাম্প ডিউটির জন্য খরচ হয়েছে ২ কোটি ৬৭ লঅখ টাকা। নতুন বাড়ি কেনার সমস্ত প্রক্রিয়া ইতোমধ্যেই শেষ করেছেন তারা। বহুতলে রয়েছে সমস্ত রকমের আধুনিক ও উন্নত মানের সুবিধা। এই এলাকাতেই রয়েছে বলিউডের একাধিক তারকার বাস। এই এলাকায় প্রতি বর্গফুটের মূল্য ৮৭,০৮৯ টাকা।

২০২৪-এর ৩ জুন বরুণ ও নাতাশার কোলে এসেছে প্রথম সন্তান- লারা। তার আগে থেকেই শোনা যাচ্ছিল, সন্তান আসার পরে নতুন বাড়িতে পা রাখবেন বরুণ। প্রথমে শোনা গিয়েছিল জুহুতে সমুদ্রের ধারে হৃতিক রোশনের একটি বাড়ি ভাড়া নেবেন বরুণ ও নাতাশা। কিন্তু নতুন বছরে নিজেদের জন্য নতুন বাড়ি কিনেছেন তারা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বরুণ জানিয়েছিলেন, মা হতে চলেছেন স্ত্রী নাতাশা। বিয়ের আগে টানা ১৪ বছরের প্রেম ছিল বরুণ ও পেশায় পোশাকশিল্পী নাতাশার মধ্যে। ২০২১ সালের ২৪ জানুয়ারি নাতাশার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বরুণ।

 

জেএইচ