পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ৪ জন ক্রিকেটারকে ২০২৪ সালের হল অব ফেমে অন্তর্ভুক্ত করেছে।
পাকিস্তানের চার কিংবদন্তি ক্রিকেটার হলেন; মুশতাক মোহাম্মদ, ইনজামাম-উল-হক, সাঈদ আনোয়ার ও মিসবাহ-উল-হক।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এই চার ক্রিকেটারকে পাকিস্তান ক্রিকেটের অ্যাম্বাসেডর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘তাদের এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পিসিবির জন্য বেশ সম্মানের।‘
আইকনিক এই খেলোয়াড়দের দেয়া সম্মান বর্তমান প্রজন্মরা অনুসরণ করবে বলে মনে করেন পিসিবি সভাপতি।
ইনজামাম-উল-হক
ওডিআই সংস্করণে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১১ হাজার ৭০১ রান সংগ্রহ করেছেন ইনজামাম। টেস্ট ক্রিকেটে ৮ হাজার ৮২৯ রান সংগ্রহ করেছেন, যে তালিকায় তিনি তৃতীয়। ইনজামাম ২৫ টি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে ১৭ টি’তে জয় পায় পাকিস্তান। তার করা ১০ টি ওডিআই সেঞ্চুরির ৭ টিতে জয় পেয়েছে দল।
মিসবাহ-উল-হক
মিসবাহ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০০৯ দলের সদস্য ছিলেন। পাকিস্তান যখন ২০১৬ সালে টেস্ট র্যাংকিংয়ের ১ নম্বরে ওঠে, সেই দলের অধিনায়ক ছিলেন মিসবাহ। পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক ছিলেন তিনি।
মুশতাক মোহাম্মদ
মাত্র ১৫ বছর বয়সে টেস্ট অভিষেক হয় মুশতাকের। তিনি প্রথম টেস্ট সেঞ্চুরি করে ১৭ বছর বয়সে। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়াতে প্রথম টেস্ট জয়ের অধিনায়কত্ব করেছেন মুশতাক। তিনি ১৯৭৫ সালের ক্রিকেট বিশ্বকাপ খেলেছেন এবং জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৯৯৯ সালে।
সাঈদ আনোয়ার
শারজাহতে ১৯৯৩ সালে টানা ৩ টি ওডিআই সেঞ্চুরি হাঁকিয়েছেন সাঈদ। তিনি ভারতের বিপক্ষে ১৯৪ রানের ঐতিহাসিক ইনিংস খেলেন। ভিভ রিচার্ডসের রেকর্ড ভেঙে ওডিআইতে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েন।
এম এইচ//