ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় আরও ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে লেবাননে যুদ্ধবিরতি চুক্তি থাকা স্বত্বেও দেশটিতে হামলা চালিয়েছে ইসরাইলি। ইয়েমেনের হুথিদের সামরিক স্থাপনাতেও হামলা চালায় ইসরাইলি বাহিনী।
শনিবার (১১ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরাইলের সামরিক বাহিনী জানায়, ইয়েমেনের হুথি যোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে আক্রমণ করেছে তারা। ইসরাইলি হামলার শিকার এই অবকাঠামোগুলোর মধ্যে রাজধানী সানার কাছে অবস্থিত একটি বিদ্যুৎকেন্দ্র এবং হোদেইদাহ ও রাস ইসার বন্দরও রয়েছে।
লেবাননেরদ দক্ষিণে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। যেখানে বেশকিছু লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও দেশটির সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি চলছে।
এদিকে গাজায় ইসরাইলি হামলা এখনো চলমান আছে। শুক্রবার (১০ জানুয়ারি) গাজা জুড়ে চালানো হামলায় ২১ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া যায়।
এম এইচ//