দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: ফাইল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি চোরাকারবারি নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে সীমান্ত পিলার ১৮২ হতে ১৩০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আজমতপুর সীমান্ত দিয়ে বেশ কয়েকজন চোরাকারবারি ভারতে ফেনসিডিল আনতে যায়। এ সময় ভারতীয় বাহিনী বিএসএফ তাদের দিকে গুলি ছুড়লে শহিদুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়। সীমান্তের মেইন পিলার ১৮২ হতে ১৩০ গজ ভারতের অভ্যন্তরে ঘটনাটি ঘটেছে। আর বাকিরা পালিয়ে যায়। সেখান থেকে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, একটি টর্চ লাইট এবং একটি হাসুয়া উদ্ধার করা হয়।

আহত শহিদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার চকপাড়া বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন আজমতপুর সীমান্তে | শহিদুল ইসলাম | চোরাকারবারি | বিএসএফ