রাজনীতি

কনকনে শীত উপেক্ষা করে খাবার নিয়ে ক্লিনিকে ছুটলেন তারেক রহমান

বায়ান্ন প্রতিবেদন

বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন। মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে সেখানে গেলেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১০ জানুয়ারি)  রাতে বাংলাদেশ সময় রাত ১১ টার দিকে তারেক রহমান এবং ডা. জোবায়দা রহমান মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতালে পৌঁছানোর একটি ভিডিও বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, তারা খালেদা জিয়ার জন্য নিজ হাতে রান্না করা খাবার নিয়ে আসছেন।

ভিডিওতে দেখা যায়, তারেক রহমান এবং জোবায়দা রহমান বেশ কয়েকটি খাবারের বক্স হাতে হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতারা এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে একটি দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং ওই মামলায় সাজা নিয়ে তিনি দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন।

বিএনপি নেত্রীর লিভার প্রতিস্থাপন অত্যন্ত জরুরি ছিল এবং বাংলাদেশি চিকিৎসকরা বহুদিন ধরে এই বিষয়টি উল্লেখ করে আসছিলেন। ২০২০ সাল থেকে বিএনপি এবং তার পরিবার আওয়ামী লীগ সরকারের কাছে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিল, কিন্তু সরকার সে আবেদন মেনে নেয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্তি পান এবং আদালত তার বিরুদ্ধে দণ্ডিত দুটি মামলার রায় বাতিল করে। এরপর তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান। গত মঙ্গলবার ( ০৭ জানুয়ারি) কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ত্যাগ করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান #খালেদা জিয়া