দেশজুড়ে

অ্যাম্বুলেন্সে বিস্ফোরণে চারজন নিহতের ঘটনায় দুই চালক গ্রেপ্তার

আহমাদ সোহান সিরাজী

সাভারে দুই বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে অ্যাম্বুলেন্স বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনায়  নারী ও শিশুসহ ৪ আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাস ও অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি গভীর রাতে সড়কে তিন গাড়ির চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে প্রতিযোগিতা করার কারনেই দুর্ঘটনা ঘটে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বায়ান্ন টিভিকে এ তথ্য জানান

তিনি জানান, আজ সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে বাসচালককে এবং গাজীপুরের কোনাবাড়ি থেকে অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

ওসি সওগাতুল আলম জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের ধারণা ৩ গাড়ির চালকই রাস্তায় প্রতিযোগিতা করছিল কে কার  আগে যাবে এ কারণেই দুর্ঘটনা ঘটেছে। গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন অ্যাম্বুলেন্সের চালক জাহিদ হাসান (২১) ও শ্যামলী পরিবহণের বাসচালক জহিরুল ইসলাম (৪৪)। তাদের মধ্যে জাহিদ হাসানের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার সুতী লাংগল জোরা গ্রামে। অন্যদিকে, বাসচালক জহিরুল ইসলামের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার চাওলিয়া গ্রামে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ৪৩