আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের দলে নেই লিটন দাস। যথারীতি নাজমুল হোসেন শান্ত আছেন অধিনায়কের দায়িত্বে। তামিম ইকবাল সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অন্যদিকে সাকিব আল হাসানও দলে থাকবেন না, এটিও অনুমিত ছিল।
ওপেনার হিসেবে দলে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা আছেন অভিজ্ঞ ক্রিকেটার। তাদের সঙ্গে মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিকরা মিডল অর্ডার সামলানোর দায়িত্বে থাকবেন। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ, রিশাদ হোসেন। মিরাজের স্পিনটাও কাজে লাগাবে দল। পেসার আছেন ৪ জন; তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।
দলে সুযোগ হয়নি হাসান মাহমুদ, শরিফুল ইসলামদের।
চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল
নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তানজিদ হাসান, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।
এমএইচ//