খেলাধুলা

লিটনের ওপর আস্থা রাখতে পারেনি বিসিবি

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

লিটন দাস দলে না থাকা চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ স্কোয়াডে সবচেয়ে বড় আলোচনা। সাকিব আল হাসান বা তামিম ইকবাল যে দলে থাকছেন না, তা এরমধ্যে সবাই জেনে গেছে। তামিমের বিষয়টি তো একেবারেই পরিস্কার, আর সাকিব আবারও বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে পারেনি। বড় আলোচনা তাই লিটনের না থাকা।

রোববার (১২ জানুয়ারি) দল ঘোষণার পর তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

লিটনের বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক বলেন, লিটন আউট অব ফর্ম। আউটের প্যাটার্ন অনেকটা একইরকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার, সেটা হচ্ছে না। ক্রিজে টিকে থাকতে পারছে না। এক্সপোজ হয়ে গেছে। বিপক্ষ দলের অ্যানালিস্টরা লিটনের বিপক্ষে অনেক বেশি সফল হয়ে যাচ্ছে। তবু সুযোগ দিয়েছিলাম। কিন্তু আস্থার জায়গাটা এই মুহূর্তে সেই অবস্থানে নেই।

লিটনের খেলা সবশেষ ৭ ইনিংসে দুই অঙ্কের রানের দেখা নেই। ফর্ম নিয়ে বেশ ভুগছেন এই উইকেটরক্ষক ব্যাটার। গাজী আশরাফ বলেন, লিটনের অতীত পারফরম্যান্স, ইতিহাস অবশ্যই দেখা হয়। নিকট অতীত বেশি দেখা হয়। উইন্ডিজে আমরা সব ম্যাচেই রান করেছি। দুই ম্যাচে তিন শ পেরিয়েছি। উইকেট খুব ভালো ছিল। সেখানেও (লিটন) ফেল করায় তার ওপর আত্মবিশ্বাস রাখা কঠিন হয়ে যায়। আমরা পিন্ডিতে খেলব। খুব ভালো ব্যাটিং উইকেট। নিউজিল্যান্ড ৩৩৬ করেও হেরে গেছে। টপ অর্ডারই রান করেছে। অর্থাৎ ওপর থেকেই রান আসতে হবে। তাই আউট অব ফর্ম কাউকে নিতে পারছি না। টুর্নামেন্টে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও কঠিন চ্যালেঞ্জ থাকবে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন লিটন দাস | বিসিবি | চ্যাম্পিয়নস ট্রফি