খেলাধুলা

শুধু ব্যাটসম্যান সাকিবকে দলে রাখতে পারেনি বিসিবি

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

সাকিব আল হাসান দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষাতে পাশ করতে পারেননি। ফলে চ্যাম্পিয়নস ট্রফির দলে কেবল ব্যাটসম্যান হিসেবে তাকে নিতে পারেনি বিসিবি নির্বাচকরা। সাকিব যে থাকছেন না, তা আগেই মোটামুটি জানা ছিল।

শনিবার (১২ জানুয়ারি) দল ঘোষণার পর বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এ নিয়ে কথা বলেছেন।

সাকিবকে দলে না রাখার কারণ নিয়ে প্রধান নির্বাচক বলেন, সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা নিয়ে যে সমস্যা, সেটি থেকে তিনি উত্তরণের প্রক্রিয়ায় আছেন। বোলিং পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন শুধু একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন। ফলে সিলেকশন পজিশনেও সাকিবের অবস্থান ছিল কেবল একজন ব্যাটসম্যান হিসেবে। আমাদের টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে ১৫ জনের দলে রাখতে পারিনি।

সাকিব মূলত অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে। রাজনৈতিক পট পরিবর্তনের একটি চাপ তো ছিল, এছাড়াও নিজের ফর্ম- ব্যাটিংয়ে অধারাবাহিক সাকিবের শেষ ঘাত এসে পড়ে তার বোলিংয়ের ওপর।

কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে সারে’র পক্ষে বেশ দারুণ বোলিং করেন। পরবর্তীতে তার বোলিং প্রশ্নবিদ্ধ হয়। এরপর লন্ডন ও চেন্নাইতে অ্যাকশনের পরীক্ষা দিলেও, পাশ করতে পারেননি।

এমএইচ//

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিব আল হাসান | বিসিবি | গাজী আশরাফ হোসেন