দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত সোনার খনিতে আটকে পড়ে শতাধিক শ্রমিক নিহত হয়েছেন।মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারীরা বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান এখনও চলছে। ভেতরে আরও অনেক শ্রমিক আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে দক্ষিণ আফ্রিকার পুলিশ বিভাগের মুখপাত্র সাবাটা মকগওয়াবোনে বলেন, ‘ কতগুলো মৃতদেহ উদ্ধার হয়েছে এবং কতজন জীবিত উদ্ধার হয়েছে, সে বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। এখনই প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না।
দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গ থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে স্টিলফন্টেইনের কাছে এই পরিত্যক্ত সোনার খনির অবস্থান। গত বছর দেশজুড়ে অবৈধ খননকে লক্ষ্য করে পুলিশি অভিযান শুরু হলে স্থানীয়ভাবে ‘জামা জামাস’ নামে পরিচিত ও্রইসব খনি শ্রমিক মাটির নিচে লুকিয়ে রয়েছেন।
দক্ষিণ আফ্রিকান ন্যাশনাল সিভিকস অর্গানাইজেশনের মুখপাত্র মজুকিসি জাম বলেছেন, ‘উদ্ধারকাজ ভালোভাবে চলছে। এ পর্যন্ত সাতজনকে মাটির নিচ থেকে উঠিয়ে আনা হয়েছে। ’
এদিকে, মাইনিং অ্যাফেক্টেড কমিউনিটিস ইউনাইটেড ইন অ্যাকশন (ম্যাকুয়া) গোষ্ঠীর মুখপাত্র সাবেলো মঙ্গুনির বরাত দিয়ে বিবিসি বলছে, ‘উদ্ধার করা শ্রমিকের সঙ্গে একটি মোবাইল ফোনও পাওয়া গেছে। সেখানে ধারণ করা দুটি ভিডিওতে দেখা গেছে, মাটির নিচে প্লাস্টিকে মোড়ানো ডজন ডজন মৃতদেহ পড়ে আছে। এ থেকে আশঙ্কা করা হচ্ছে, সেখানে মৃতের সংখ্যা শতাধিক হবে। অনাহার কিংবা পানিশূন্যতায় তাদের মৃত্যু হতে পারে বলেও তিনি জানান।
এমআর//