বিনোদন

দীর্ঘ ২৫ বছর পর আবারও পর্দায় ফিরছে অক্ষয়-টাবু জুটি

বায়ান্ন বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী টাবু ছবি: সংগৃহীত

বলিউড সিমোয় আবারও একসঙ্গে জুটি বাঁধছেন বলিউড সুপার স্টার অক্ষয়কুমার এবং নির্মাতা-পরিচালক প্রিয়দর্শন। জোর চর্চায় ১৪ বছর পর  প্রিয়দর্শনের পরিচালনায় 'ভূত বাংলা' ছবিতে অক্ষয় কুমার।

অন্যদিকে শোনা যাচ্ছে  ব্লকবাস্টার ছবি ‘হেরাফেরি'র পর অভিনেত্রী টাবুর সঙ্গে জুটি বাঁধতে চলেছে অক্ষয়। পর্দায় এই জুটিকে দেখা যাবে প্রায় ২৫ বছর পর।

ভূত বাংলায় নায়িকা নাকি তিনি অশরীরী তা এখনো খোলসা করে জানা যায়নি। বলিউড পাড়ায় ফিসফাস শোনা যাচ্ছিল 'ভূত বাংলা' ছবিতে হয়তো যোগ দিতে পারেন টাবু।

তবে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এবং নির্মাতা-প্রযোজকদের তরফ থেকে খোলসা করা হয়নি। তাই এই সিনেমায় টাবুর অভিনয় নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে।

তবে এই জল্পনার মধ্যেই ইনস্টাগ্রামে 'ভূত বাংলা'র ক্ল্যাপস্টিকের ছবি পোস্ট করে এই ছবিতে পা রাখার কথা ঘোষণা করেন তাবু।

ক্যাপশনে লিখেছেন-‘হাম ইহা বান্ধ হে’। যার বাংলা অর্থ, ‘আমি এখানে আটকে রয়েছি।’ নেটপাড়ার ফিসফাস , ইঙ্গিত স্পষ্ট। ভূত বাংলায় 'আটকা' পড়ে রয়েছেন তাবু। তার অর্থ কি এই ছবিতে তিনি-ই 'ভূত'?

প্রসঙ্গত, এটি তিনি তার সব অভিনেতা অক্ষয় কুমার, যীশু সেনগুপ্ত এবং ওয়ামিকা গাব্বিকেও ট্যাগ করেছেন।ভুতুড়ে ছবিতে এর আগেও টাবুকে দেখা গিয়েছে। যেমন ‘গোলমাল ৩’, ‘ভুলভুলাইয়া ২’।

সাম্প্রতিক ছবিটিতে আবার যমজ ভূতের চরিত্রে দেখা গেছে। ভারতীয় এক সংবাদমাধ্যম বলছে, আসছে এপ্রিলের মধ্যেই শুটিং শেষ হয়ে যাবে ‘ভূত বাংলা’ সিনেমার।  

এর আগে সিনেমাটি এ বছর মুক্তির কথা ছিল। এরপর মুক্তির নতুন তারিখ নির্ধারণ করা হয় ২০২৬ সালের ২ এপ্রিল। এ সিনেমা দিয়ে দীর্ঘ দুই যুগ পর অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ছবিতে আবারও দেখা যাবে টাবুকে।

অক্ষয় কুমার ও টাবুকে একসঙ্গে দেখা গিয়েছিল প্রিয়দর্শন পরিচালিত ২০০০ সালে  মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি ‘হেরা ফেরি’-তে।‘

ভূত বাংলা’ ছবিতে টাবুকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করছেন অক্ষয় কুমার।

ছবিতে অক্ষয় কুমার, টাবু ছাড়া আছেন পরেশ রাওয়াল, ভামিকা গাব্বি, রাজপাল যাদব ও আসরানি। অক্ষয় কুমার এখন ‘ভূত বাংলা’ ছবির শুটিংয়ে ব্যস্ত।

এই ছবির লাগাতার শুটিং চলছে। এ বছর এপ্রিলের মধ্যে এই ভৌতিক হাসির ছবির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।

টাবুকে সবশেষ অভিনয় করতে দেখা যায় রাজেশ কৃষ্ণনের ‘ক্রু’ সিনেমায়। এতে বিমানসেবিকার চরিত্রে অভিনয় করেন ৫৩ বছর বয়সী এই অভিনেত্রী।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন টাবু