বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলমান রয়েছে। এরমধ্যে মাঠের খেলা প্রশংসিত হলেও, মাঠের বাইরে অসঙ্গতি থেকেই যাচ্ছে। দর্শকদের টিকিট নিয়ে টুর্নামেন্ট শুরুর দিকে বেশ সমালোচিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়াও ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝে পাওয়া নিয়েও আছে নানা আলোচনা।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জুমের মাধ্যমে একটি জরুরি বৈঠক ডেকেছে বিসিবি। যে বৈঠকের উদ্দেশ্য বিপিএল।
সিলেট পর্বে শেষে চট্টগ্রামে বিপিএল শুরু হচ্ছে। এরমধ্যে আজ দুর্বার রাজশাহী তাদের দলীয় অনুশীলন করেনি। দেশের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে, রাজশাহীর খেলোয়াড়েরা অনুশীলন বয়কট করেছে। কারণ তারা চুক্তি অনুযায়ী টুর্নামেন্ট শুরুর দিকে যে টাকা পাওয়ার কথা ছিল, তা পায়নি। এমন খবর প্রকাশের পর, বিপিএলের অব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা উঠেছে। যে আলোচনায় সমালোচিত হচ্ছে বিসিবি।
জানা যায়, এসব বিষয় নিয়েই আজ সন্ধ্যায় বৈঠক বসতে যাচ্ছে। যে মিটিংয়ে উপস্থিত থাকবেন সভাপতি ফারুক আহমেদ। আরও থাকবেন বিসিবির কর্তাব্যক্তিরা।
এম এইচ//