ইংলিশ কাউন্টির নিয়মিত মুখ জেমস ভিন্স। ক্লাব হ্যাম্পশায়ারের তিন সংস্করণেই পালন করে আসছিলেন অধিনায়কের দায়িত্ব। তাকে দায়িত্ব দেয়া হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংসেরর সহ অধিনায়কের দায়িত্ব। পিএসএলে পুরোপুরি সময় দিতে প্রথম শ্রেণির ক্রিকেট ছেড়ে দিয়েছেন ভিন্স।
বুধবার (১৫ জানুয়ারি) ক্লাব হ্যাম্পশায়ার জানিয়েছে, ভবিষ্যতে ভিন্স কেবল টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন নিয়মের কারণেই ভিন্স এমন সিদ্ধান্ত নিয়েছেন। ইসিবি সম্প্রতি নিয়ম করেছে, ইংল্যান্ডের ঘরোয়া লিগ চলাকালে কোনো খেলোয়াড়কে আইপিএল বাদে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয়া হবে না। মূলত এই বিষয়টি নিয়ে ইসিবির সঙ্গে আপত্তি তোলে ভিন্স’সহ আরও কয়েকজন ইংলিশ ক্রিকেটার।
ইংল্যান্ড বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ঘরোয়া লিগের শুরুর ম্যাচগুলো মিস করলে, তারা পরের ম্যাচগুলো খেলতে পারবে না। এ অবস্থায় পিএসএলে খেলার সিদ্ধান্তই নিয়েছেন ভিন্স।
ভিন্স তার মন্তব্যে জানিয়েছেন, ‘আমি হ্যাম্পশায়ারকে ভালোবাসি। এই ক্লাবের সঙ্গে ১৬ বছর ধরে আছি। আমার ঘর এটা। তাই টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের হয়ে নিজের সেরাটা দিয়ে যেতে চাই। আশা করি, প্রতিযোগিতায় (টি২০ ব্লাস্ট) আমরা আরও বেশি সাফল্য পাব। এই পর্যায়ে যখন আমার ক্যারিয়ার, আমাকে ভাবতে হয়েছে পরিবারের জন্য কোনটি ভালো হবে।‘
এম এইচ//