বিনোদন

দীপিকার জীবনে প্রাক্তনের আগমন!

পর্দায় তাদের জুটির রসায়নের কোনও বিকল্প আজও নেই। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ হোক বা ‘তমাশা’, দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপূর জুটি মুগ্ধ করেছিল দর্শককে। বাস্তবেও তারা সম্পর্কে ছিলেন দীর্ঘ দিন। কিন্তু সম্পর্কে নাকি দীপিকার সঙ্গে প্রতারণা করেছিলেন রণবীর। ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এই নিয়ে বলিউডে দীর্ঘ দিন ধরে আলোচনা চলেছে। অবশ্য প্রেম ভাঙার পরেও জুটি বেঁধেছিলেন তারা। উল্লিখিত দুটি ছবিই তাদের বিচ্ছেদের পরে তোলা। পর্দাতেও নাকি দীপিকার ভাঙা মনের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল বলে মনে করেন তার অনুরাগীরা।

তার পরে কেটে গেছে অনেকগুলো দিন। কিন্তু আজও দীপিকা-রণবীরের সম্পর্ক নিয়ে চর্চা হয়। বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, রণবীর সিংহের সঙ্গে সংসার পাতলেও, রণবীর কাপূরকে কি আদৌ ভুলতে পেরেছেন দীপিকা? এই সব জল্পনার মাঝেই ফের নাকি জুটি বাঁধছেন দীপিকা ও রণবীর কাপূর।

করণ জোহরের ছবি ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’-তে নায়কের চরিত্রে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। সেই ছবিতেই নাকি ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে দীপিকা ও রণবীরকে। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’তে তাদের চরিত্রের নাম ছিল নয়না ও বানি। কার্তিকের ছবিতেও নয়না ও বানি হিসাবেই দেখা যাবে তাদেরকে। তবে শুধু দীপিকা-রণবীরই নন। আদিত্য রায় কাপূর ও কল্কি কেকলাঁকেও ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে।

গেরো মাসেই ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবির ঘোষণা করেছে করণের সংস্থা। ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী শর্বরী ওয়াঘকে।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন দীপিকা | রণবীর কাপূর