ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর সম্প্রতি লিভার ক্যান্সারের দ্বিতীয় ধাপে আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন। তার অসুস্থতার কারণে তিনি মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন।
সেখানেই এই জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার লিভারের টিউমার অপসারণ করা হয়। ১১ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দীপিকা।
দীপিকা তার ইনস্টাগ্রাম একাউন্টে নিজের ক্যান্সার নিয়ে আবেগঘন একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, শেষ পর্যন্ত বাড়ি ফিরছি। এই ১১ দিন ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। আমি আমার চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ, যারা দিনরাত এক করে আমার সেবা করেছেন।
তিনি আরও লিখেন, অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা সম্ভব হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় লাগবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন তাকে আরও সাবধানে থাকতে হবে।
মে মাসের প্রথম দিকে দীপিকার অসুস্থতার কথা প্রকাশ্যে আসে। যখন তার স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম তার ভ্লগে এই খবরটি শেয়ার করেন।
শোয়েব জানান, দীপিকার হঠাৎ পেটব্যথা শুরু হওয়ায় তিনি চিকিৎসকের পরামর্শ নেন। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে যে, তিনি লিভার টিউমারে আক্রান্ত।
সেসময় দীপিকা ও শোয়েবের সদ্যোজাত সন্তান মায়ের স্তন্যপানের উপর নির্ভরশীল ছিলেন। আর এই বিষয় নিয়ে পুরো পরিবারকে মানসিকভাবে প্রভাবিত করেছে। তবুও তার এই কঠিন সময়ে দীপিকা ও শোয়েব তাদের অনুরাগীদের কাছে তাদের লড়াইয়ের গল্প শেয়ার করেছেন, যা অনেকেই সহানুভূতির সঙ্গে গ্রহণ করেছেন।
এসকে//