ইসরাইল-ইরান যুদ্ধে আটকা পড়েছেন ইন্টার মিলানের স্ট্রাইকার মেহদি তারেমি। ক্লাব বিশ্বকাপ খেলতে দলের সবাই যুক্তরাষ্ট্রে পৌঁছালেও তারেমি এখনো ইরানের রাজধানী তেহরান থেকে বেরোতে পারেননি।
ইন্টার মিলান এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক বিরতিতে ইরান জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে দেশে ফিরেছিলেন তারেমি। গেলো মঙ্গলবার বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ইরান। ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেন তারেমি।
এরপর গত শনিবারের একটি ফ্লাইটে তাঁর লস অ্যাঞ্জেলেসে ইন্টার মিলান সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েল তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালানোয় নিজেদের আকাশপথ সাময়িক বন্ধ রেখেছে ইরান। ফলে ৩২ বছর বয়সী স্ট্রাইকারের নির্ধারিত ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
ইতালিয়ান ক্লাবটি তারেমির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে জানিয়ে বিবৃতিতে বলেছে, ‘আমাদের স্ট্রাইকার মেহদি তারেমি নিরাপদ স্থানেই আছে। তবে আমরা তাঁকে স্থলপথে লস অ্যাঞ্জেলেসে আনার ঝুঁকি নিতে চাই না।’
ফিফা ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানের প্রথম ম্যাচ মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকালে) মেক্সিকান ক্লাব মন্তেরেইয়ের বিপক্ষে। সেই ম্যাচে তারেমি খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছে ইন্টার মিলান।
ওয়াই,এ,এস