বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন,এই বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে হয়, তাহলে সেটা আমাদের রক্তের ওপর দিয়ে করাতে হবে। এই বাংলাদেশে হয় ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকব।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কুমিল্লার দেবীদ্বার সদরের এ বি এম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
হুঁশিয়ারি দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যাঁরা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান, তাঁরা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন। আওয়ামী লীগের পুনর্বাসনে যাঁরা কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে আমরা আবারও আন্দোলনে নামব।’
তিনি বলেন, হাসিনা ধর্মনিরপেক্ষতার নামে এ দেশের ইসলাম ও দাড়ি-টুপিওয়ালাদের নিধন করেছিলেন মামলা–হামলার মাধ্যমে। দাড়ি-টুপিওয়ালাদের নির্মূল করতে গিয়ে হাসিনা নিজেই বাংলা থেকে নির্মূল হয়েছেন। ৫ মে শাপলা চত্বরে ইতিহাসের ভয়াবহ কিলিং মিশন পরিচালনা করেছিলেন ফ্যাসিবাদী হাসিনা।
এ ছাত্রনেতা বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে আলেম-ওলামা ও মসজিদের ইমামদের নিয়োগ ও বেতন–ভাতার আওতায় আনার জন্য ইসলামিক ফাউন্ডেশন সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি আমরা।’
সব রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা দীর্ঘ ১৬ বছর নির্যাতন, নিপীড়ন ও অত্যাচারে মধ্যে দিয়ে সময় পার করেছেন। মামলার ভয়ে এখানে–সেখানে পালিয়ে বেড়িয়েছেন। জুলাই আন্দোলনে আপনাদের অবদান আমরা স্বীকার করছি। কিন্তু আপনারা কীভাবে এত সহজে আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ভুলে গেলেন? মনে রাখবেন, আওয়ামী লীগকে যাঁরাই পুনর্বাসন করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাঁদের হত্যা করেছে’।
প্রসঙ্গত, মতবিনিময় সভায় অংশ নেন উপজেলার আলিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা।
আই/এ