খেলাধুলা

চুক্তির মেয়াদ থাকতেই বিসিবির চাকরি ছাড়লেন পোথাস

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

পারিবারিক কারণ দেখিয়ে চুক্তির মেয়াদ ১ বছরের বেশি সময় থাকতেই বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের চাকরি ছেড়েছেন নিক পোথাস। শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস এ তথ্য নিশ্চিত করেছেন।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর এক মাস বাকি। এরমধ্যেই চাকরি ছাড়লেন পোথাস। ২০২৩ সালের এপ্রিলে নিয়োগ দেয়া হয়েছিল তাকে। আগামী বছরের মার্চ মাস পর্যন্ত পোথাসের সঙ্গে চুক্তি ছিল বিসিবির।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেই পোথাস তার সিদ্ধান্ত জানান। পোথাস নিজেও তার ফেসবুক পোস্টে চাকরি ছাড়ার খবরটি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘অন্য সব ভালো কিছুর মতো এই অধ্যায়েরও সমাপ্তি হতেই হতো। বিসিবিতে কিছু অসাধারণ মানুষের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছি। যে পথচলায় অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস গড়েছি, অসাধারণ স্মৃতিও গড়েছি। এখন ঘরে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। দেখা যাক পরের অধ্যায়ে কী আছে। বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকের জন্য এবং সামনে রোমাঞ্চকর একটি বছরের জন্য আমার শুভকামনা থাকল। আমি তোমাদের মিস করব।’

চন্ডিকা হাথুরুসিংহে প্রধান কোচ থাকাকালীন তার সহকারী হিসেবে বিসিবিতে যোগ দেন পোথাস। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা দলের সঙ্গে কাজ করেছেন তিনি। কাউন্টি ক্রিকেট ক্লাব হ্যাম্পশায়ারের হয়েও কাজ করার অভিজ্ঞতা আছে এই দক্ষিণ আফ্রিকান কোচের।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন নিক পোথাস | বিসিবি