ম্যানচেস্টার সিটির সঙ্গে রেকর্ড সাড়ে ৯ বছরের চুক্তি করেছেন আর্লিং হালান্ড। সেক্ষেত্রে হালান্ড ও সিটি চুক্তির মেয়াদ শেষ হবে ২০৩৪ সালে।
শুক্রবার (১৭ জানুয়ারি) অফিশিয়ালি ম্যানচেস্টার সিটি ও হালান্ডের মধ্যে চুক্তির বিষয়টি প্রকাশ করা হয়।
ম্যানসিটিতে যোগ দেয়ার পর ১২৫ ম্যাচ খেলে ১১১ গোল করেছেন হালান্ড। এর আগে ২০২৭ যাল পর্যন্ত সিটির সঙ্গে চুক্তি ছিল এই নরওয়ে স্ট্রাইকারের। তিনি ২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেন।
ঘরোয়া প্রতিযোগিতায় এই চুক্তির মেয়াদ একটি রেকর্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে সপ্তাহে তার বেসিক বেতন ধরা হচ্ছে ৫ লক্ষ পাউন্ড।
লম্বা এই চুক্তি শেষে নিজ অভিব্যক্তিতে হালান্ড জানান, ‘আমি খুব খুশি। আমি খুব গর্বিত। ভাষায় প্রকাশ করা বেশ কঠিন, কারণ এটা বড় এক মুহূর্ত। আমি খুশি, এটাই আসলে সবচেয়ে ভালো শব্দ হবে এখন। আমি লম্বা সময় এখানে থাকার ব্যাপারে তাকিয়ে আছি।‘
ম্যানসিটির হয়ে ২ টি প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন হালান্ড। এই স্ট্রাইকার এখন আরও বেশি সময় ধরে ক্লাবটিতে থেকে উন্নতি করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
এম এইচ//