রাজধানীর হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২-১৪ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার।
তিনি জানান, হাজারীবাগের কাঁচাবাজার এলাকায় চারতলা ভবনের পঞ্চম তলায় লেদারের গোডাউনে এ আগুন লেগেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ২টা ২৩ মিনিটে। পরে আরও পাঁচ ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।
আই/এ