খেলাধুলা

মোহাম্মদ শামি'কে রেখে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। জাসপ্রীত বুমরাহ দলে থাকেন কি না, তা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও- বুমরাহ দলে আছেন। মোহাম্মদ শামি ফিরেছেন স্কোয়াডে। চোটের কারণে এক বছরের বেশি সময় দলের বাইরে ছিলেন এই ফাস্ট বোলার।

রোহিত শর্মা অধিনায়কের দায়িত্ব পালন করবেন। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন শুবমান গিল।

শামি সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০২৩ ওডিআই বিশ্বকাপে। যেখানে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি (২৪) ছিলেন। চোটের কারণে দলের বাইরে ছিলেন এতদিন। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি।

বিসিসিআই
বিসিসিআই

মোহাম্মদ সিরাজ ১৫ সদস্যের এই দলে সুযোগ পাননি। স্কোয়াডের বাকি সদস্যরা অনুমেয়। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। 

ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), ভিরাট কোহলি, শুবমান গিল (সহ–অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সোয়াল, রিশাব পান্ট, রবীন্দ্র জাদেজা। 

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়নস ট্রফি | ভারত | স্কোয়াড | দল