আন্তর্জাতিক

গাজায় প্রবেশের জন্য প্রস্তুত ১ হাজার ৩০০ ত্রাণবাহী ট্রাক

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশের জন্য ১ হাজার ৩০০ ত্রাণবাহী ট্রাক প্রস্তুত আছে। এমনটি জানিয়েছেন জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র রোজালিয়া বোলেন।

রোজালিয়া আলজাজিরাকে বলেছেন, “ইউনিসেফের পক্ষ থেকে, ১ হাজার ৩০০ ট্রাক প্রস্তুত। এরপর ত্রাণবাহী আরও ৭০০ ট্রাক গাজায় প্রবেশ করতে পারবে। অনেকেই মানবিক সহায়তায় কাজ করছেন।”

দীর্ঘ ১৫ মাসের ইসরাইলি বরবর্তা ও ৪৬ হাজারের অধিক প্রাণের বিনিময়ে অবশেষে রোববার থেকে কার্যকর হতে যাচ্ছে ইসরাইল-হামাসের যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের মন্ত্রিসভা শুক্রবার ছয় ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে গভীর রাতে চুক্তিটি অনুমোদন করে

রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা (বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা) থেকে কার্যকর হবে এই যুদ্ধবিরতি চুক্তি 

চুক্তি অনুযায়ীছয় সপ্তাহের প্রথম ধাপেই হামাস ৩৩ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে। অন্যদিকে ইসরাইলও তাদের জেলে আটক কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে

এই সময়ের মধ্যে ইসরাইলি বাহিনীকে গাজার ঘনবসতিপূর্ণ এলাকা ছাড়তে হবে। আর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা পাবে বাড়ি ফেরার অনুমতি। এই সময়ে ত্রাণবাহী লরিকে গাজায় ঢোকারও সুযোগ দেবে ইসরাইল  

চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে প্রথম ধাপের ১৬তম দিনে। এই ধাপেই মুক্তি পাবে পুরুষ ইসরাইলি সেনারা। তৃতীয় ও শেষ ধাপে হবে গাজার পুনর্গঠনযা শেষ হতে লাগবে কয়েক বছর

তবে হামাস জানিয়েছেযুদ্ধবিরতি স্থায়ী না হলে এবং ইসরাইলি বাহিনী গাজা না ছাড়লে তারা প্রথম ধাপের পর আর কোনো জিম্মিকে ছাড়বে না

চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী কাতার বলছেপ্রথম ধাপে যে জিম্মিরা মুক্তি পাচ্ছেন তাদের মধ্যে বেসামরিক নারীশিশুনারী সেনাবয়স্ক ব্যক্তিঅসুস্থ ও আঘাতপ্রাপ্ত বেসামরিকরা রয়েছেন

এদিকে ইসরাইল জানিয়েছেতারা যুদ্ধবিরতির প্রথম দিন রোববারই তিন জিম্মির মুক্তির ব্যাপারে আশাবাদী। পরবর্তী ৪২ দিনে নিয়মিত বিরতিতে এরকম ছোট ছোট দলে বাকিরাও মুক্তি পাবে

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ২০২৩ সালের ৭ অক্টোবর এক হাজার ২০০ ইসরাইলি নাগরিক মারা যান। এছাড়া ২৫১ জনকে জিম্মি করে সংগঠনটি।  এই হামলার পর হামাসকে নিমুর্ল করতে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল।

 

 এনএস/ 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন গাজায় | প্রবেশের | জন্য | প্রস্তুত | ১ | হাজার | ৩০০ | ত্রাণবাহী | ট্রাক