পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে অধিগ্রহণকৃত জমি ও বসতঘরের মূল্য পরিশোধের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী চার শতাধিক পরিবার। এসময় প্রকল্প পরিদর্শনে আসা প্রধান উপদেস্টার মূখ্য সচিব সাইফুল্লাহ পান্না ও প্রকল্প পরিচালক কামরুজ্জামানের গাড়ী বহর আটকে দেয় ভুক্তভোগী পরিবারের সদ্যসরা। পরে আন্দোলনকারীরা প্রকল্প পরিচালকের কুশপুত্তলিকায় আগুন দেয়।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল দশটায় ধানখালী ইউনিয়নের প্রকল্প এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, প্রকল্পের ৮৫ ভাগ কাজ সম্পন্ন হলেন চার শতাধিক পরিবারের বসতঘরের মুল্য পরিশোধ করেনি। নানা অজুহাতে সময়ক্ষেপণ সহ ভুক্তভোগী পরিবারের সদস্যদের আইনী হয়রানি করা হচ্ছে।
দ্রুত ন্যায্য পাওনা পরিশোধের দাবী জানিয়ে বক্তারা বলেন, তাদের দাবী আদায় না হওয়া পযন্ত প্রকল্প এলাকায় কোন কাজ চলমান থাকতে পারেনা। প্রকল্প এলাকায় চারটি মৌজা থেকে জমি অধিগ্রহণ করা হলে জমির টাকা পরিশোধ করেন কতৃপক্ষ, বসত বাড়ির স্থাপনার টাকা তিনটি মৌজার পরিশোধ করা হলেও আশুগঞ্জ মৌজার আংশিক টাকা দিয়ে বাকি টাকা না দিয়ে কালক্ষেপ করে যাচ্ছে,
এ বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক কামরুজ্জামান বায়ান্ন টিভিকে বলেন, তার এখানে কিছু করার নেই, তারা ক্ষতিগ্রস্তদের পাওনাকৃত টাকা ২০২০/২১অর্থ বছর পটুয়াখালী জেলা প্রশাসক এর কাছে হস্তান্তর করেছেন। তারা যাচাই বাছাই শেষে যারা ভুক্তভোগী তাদের কে যথাযথ ভাবে পাওনা পরিশোধ করেছেন।
আই/এ