উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। ঘন কুয়াশার চাদরে মোড়ানো জনপদ, দিনের বেলাতেও দেখা মেলেনি সূর্যের আলো। আর মিললেও, নেই তাতে কোনো উত্তাপ ।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
এর আগের দিন রোববার (১৯ জানুয়ারি), সেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
জানা গেছে, কুয়াশার কারণে সড়ক ও আশপাশের এলাকা ঢেকে গেছে। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, আর লোকজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। সন্ধ্যার আগেই রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ছে। হিমেল হাওয়া আর ঠাণ্ডায় মানুষের দৈনন্দিন কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি আকাশে মেঘ জমে থাকার কারণে এই ঘন কুয়াশা দেখা যাচ্ছে। জানুয়ারির বাকি সময়েও আরও কয়েকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন।
এসি//