ওয়ার্কশপ খাতে আরোপিত নতুন ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলো সংস্থাটি।
সোমবার (২০ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে এক বৈঠক শেষে এ ঘোষণা দেয় এনবিআর।
এনবিআর জানায়, গত ৯ জানুয়ারি ওয়ার্কশপ খাতে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। তবে সেটি আবারও আগের হারে ফিরিয়ে নেয়া হচ্ছে। অর্থাৎ ওয়ার্কশপে ভ্যাট ১০ শতাংশই থাকছে।
এর আগে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, ওষুধ, পোশাকসহ অত্যাবশ্যকীয় পণ্যের ওপর যে বাড়তি ভ্যাট আরোপ করা হয়েছে তা রিভিউ (পর্যালোচনা) করা হচ্ছে।
এদিকে নতুন আরোপিত ভ্যাট প্রত্যাহারের জন্য ইতোমধ্যে ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্ঠান এফবিসিসিআই ও ডিসিসিআইসহ শিল্প মালিকরা সরকারের কাছে দাবি জানিয়েছেন।
আই/এ