ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় পেয়ে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। এই জয়ে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনা টিকে রইল টাইগ্রেসদের।
বাংলাদেশ সময় আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে তিন ম্যাচের সিরিজের শেষে ম্যাচে জিতলেই নিউজিল্যান্ডকে বাছাইপর্বে ঠেলে বিশ্বকাপের টিকিট কাটবে নিগার সুলতানার দলের।
গতকাল রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে হেরে ব্যাটিং করতে নেমে ৪৮.৫ ওভারে ১৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে ৩৫ ওভারে ১২৪ রানে অলআউট করে দেয়। ফলে ৬০ রানের জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ১৮৪ (নিগার ৬৮, সোবহানা ২৩, স্বর্ণা ২১, ফারজানা ১৮; কারিশমা ৪/৩৩, আলিয়াহ ৩/২৪)। ওয়েস্ট ইন্ডিজ: ৩৫ ওভারে ১২৪ (শেমাইন ২৮, চেরি–অ্যান ১৮, হেইলি ১৬; নাহিদা ৩/৩১, ফাহিমা ২/১৭, রাবেয়া ২/১৯, মারুফা ২/৩৫)। ফল: বাংলাদেশ নারী দল ৬০ রানে জয়ী। ম্যাচসেরা: নাহিদা আক্তার।